ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পুর্ব দেবপুরের সমাজসেবক ও ব্যাবসায়ী জসিম উদ্দিন (৩৭)কে শীর্ষ সন্ত্রাসী বানানোর পায়তারা করছে অাইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকাল ১১টায় নিজ বাড়ীর আঙ্গিনায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জসিমের মা ওজিবা খাতুন। তিনি আরও বলেন, জসিম উদ্দিন ২২বছর যাবৎ সৌদি অারবে ছিলো। সমাজের অসহায়, দরিদ্র ও মেধাবীদের স্বাধ্যমত অার্থিক সহযোগীতা করেছে।
গত দুবছর অাগে দেশে ফিরে এসে মৎস্য চাষ, পোল্ট্রি খামার ও বালু ব্যাবসা করছে। ব্যাবসার পাশাপাশি সমাজের সকল অনিয়ম, দুর্ণীতি ও মাদক কারবারিদের বিরুদ্ধে স্থানীয়দের সচেতন করছে। তার পরিচয়ে পর পর দুই বার তারই ছোট ভাই নাছির উদ্দিন ইউপি সদস্য নির্বাচিত হয়েছে।ঈর্ষান্বিত হয়ে স্থানীয় বখাটে, মাদক সম্রাট ও সন্ত্রাসীরা অাইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাবহার করে জসিমকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক বিক্রেতা বানানোর পায়তারা করছে।
মহামায়ার সংরক্ষিত নারী সদস্য সুরমা আক্তার জানান, নির্বাচনে নাছিরের সাথে পরাজিতরা ষড়যন্ত্র করে পুলিশ ও র্যাব দিয়ে জসিমকে হয়রানি করছে। ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জানান ফরিদ অাহম্মদ, দেবপুরে সর্বজন পরিচিত সমাজসেবক জসিম উদ্দিন, যিনি স্থানীয় মেধাবী শিক্ষার্থীদের সহযোগীতা করেন, বিদেশ যাত্রীদের অার্থিক সহযোগীতা করেন এবং অসহায় পরিবারের মেয়েদের বিয়েতে সহযোগীতা করেন।
সাবেক ইউপি সদস্য অাবদুল জলিল জানান, অবৈধ কারবারে বাধা দেয়ায় ষড়যন্ত্রের শিকার হচ্ছেন জসিম উদ্দিন।
জসিম উদ্দিনের মেয়ে শারমিন আক্তার জানান, পুলিশের সোর্স ডাক্তার আবুলের ছেলে হাশেম ও ছোটনের মাদক ব্যাবসায় বাধা দেয়ায় মিথ্যা মামলা দিয়ে পুলিশ বার বার হয়রানি করছে। সংবাদ সম্মেলনের খবর পেয়ে ছাগলনাইয়া থানার এসআই শহীদের নেতৃত্বে পুলিশ তাদের বাড়ীতে হানা দেয় এবং বেশি বাড়াবাড়ী করলে ক্রসফায়ারে হত্যারও হুমকি দেয়। ছাগলনাইয়া থানার ওসি এমএম মোর্শেদ জানান, গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ ওই বাড়ীতে অভিযান চালিয়েছে।
#বাংলারদর্পন।