দাগনভূঞায় রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার

দাগনভূঞা :
ফেনীর দাগনভূঞা উপজেলায় কাউসার আহমেদ রুবেল (২৮) নামে এক রাজমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, প্রতিপক্ষরা রুবেলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

মঙ্গলবার সকালে রুবেলের মরদেহ উদ্ধার করা হয়। রুবেল উপজেলার মমারিজপুর গ্রামের নাদু বেপারী বাড়ির আলী আহমদের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে রুবেলের মরদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে জানায় নিহতের পরিবার ও স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রুবেলের বাবা জানান, সোমবার স্বপরিবারে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান তারা। সকালে বাড়িতে এসে দরজা খোলা অবস্থায় বসতঘরে রুবেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তিনি অভিযোগ করেন, সম্পত্তি নিয়ে একই বাড়ির রমজান আলীর ছেলে কামাল উদ্দিন ও আলমগীর গংদের সঙ্গে তাদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ক্ষিপ্ত হয়ে তারা আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম সিকদার বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে হত্যার মূল কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *