ফেনী প্রতিনিধি:
ছোট ফেনী নদী থেকে নিখোঁজ কৃষক আবুল হোসেন’র (৭৭) লাশ উদ্ধার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। তিনি উপজেলার মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামের চন্দু মিয়ার পুত্র। গত রবিবার (২১জুলাই) দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহতের ছেলে মাহফুজ হোসেন বাংলারদর্পনকে বলেন, ছোট ফেনী নদীর চর গোপাল গাঁও অংশে জেগে উঠা জমিতে চাষাবাদ করতেন। কাজ শেষে ওই নদীতে গোসল করতেন। রবিবার গোসল করার সময় স্রােতে ভেসে যান । অনেক খোঁজাখূঁজি করেও পাওয়া যায়নি। তিনি কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভূগছেন।
তিনি আরও জানায়, সোমবার বিকেলে ওই নদী থেকে লাশ উদ্ধার করে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি ছেলে ও ৪ কন্যা সন্তানের জনক।
মডেল থানার ওসি মো. মঈন উদ্দিন আহমেদ বাংলারদর্পনকে বলেন, সোমবার দুপুরে ছোট ফেনী নদীর চান্দলা অংশে ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, নদীতে নিয়মিত গোসল করতেন ওই কৃষক আবুল হোসেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফন করতে বলা হয়েছে।