চৌদ্দগ্রাম সংবাদদাতাঃ
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ১৪ নং আলকরা ইউনিয়ন পরিষদের সদস্যদের ভাতার টাকা আত্মসাতের অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার ০৯ জুলাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
সূত্রমতে জানা যায় , উপজেলার ১৪নং আলকরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন ২১ মাস ধরে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত ও ৭নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দিন ১৮মাস ধরে বিদেশে অবস্থান করছেন। কিন্তু ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল মেম্বারদের স্বাক্ষর জাল করে ভাতা উত্তোলন করে নেন।
পরবর্তীতে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজ আবেদীন বিষয়টি টের পেয়ে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলালকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। নোটিশ এর উত্তর সন্তোষ জনক না হওয়ায় তিনি বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অবহিত করেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউপি শাখা ৭ জুলাই এক পরিপত্রের মাধ্যমে চেয়ারম্যান গোলাম ফারুক হেলালকে বরখাস্ত করেন।