ফুলগাজী-পরশুরামে মুহুরী নদীর বেডিবাঁধ ভেঙে বিস্তির্ণ এলাকা প্লাবিত | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :

তিন দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানির চাপে ফুলগাজী ও পরশুরাম উপজেলার মুহুরী নদীর বেড়িবাঁধের কয়েকটি স্থানে ভাঙন সৃষ্টির আশংকা দেখা দিয়েছে। এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত দুটি স্থান দিয়ে ভেঙে পানি ঢুকে উপজেলার বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়েছে।

 

উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মুহুরী নদীর বেড়িবাঁধের চিথলিয়া ইউনিয়নের শালধর গ্রামের দুটি স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। এছাড়া ফুলগাজী সদর ইউনিয়নের দেড়পাড়া গ্রামের বেকের বাজার সংলগ্ন পূর্বের ভাঙ্গা বেডিবাঁধের পাশে বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে।

 

দূর্গাপুরে কালাম মেম্বারের বাড়ি সংলগ্ন ও ফুলগাজীর জয়পুর ও কিসমত ঘনিয়া মোড়া গ্রামে বেড়িবাঁধ ভেঙ্গে শালধর, মালিপাথর, নিলক্ষী, দেড়পাড়া, জয়পুর, কিসমত ঘনিয়ামোড়া, দূর্গাপুর, রামপুর ও পশ্চিম ঘনিয়া মোড়া গ্রামের অনেকাংশ প্লাবিত হয়েছে।

মুহুরী নদীর পানি বিপদ সীমার ১.৭০ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এছাড়া ফুলগাজী বাজারের গার্ড ওয়ালের উপর দিয়ে মুহুরী নদীর পানি প্রবেশ করে বাজারের শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙ্গন কবলিত এলাকাগুলো তদারকি করা হচ্ছে। সার্বক্ষণিক যোগাযোগের জন্য উপজেলা প্রশাসন কন্ট্রোল রুম চালু করেছে।

 

ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম তাৎক্ষনিক ফুলগাজী বাজার ও মুহুরী নদী পরিদর্শন করেন। এবং প্লাবিত অঞ্চলের তদারকির জন্য উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *