সাহাব উদ্দিন :
ফেনীর ফুলগাজীতে এক সেনাসদস্যকে কুপিয়ে তাঁর ব্যাবহাহৃিত দুটি মোবাইল ফেন চিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। আহত সেনাসদস্যর নাম শরীফুল ইসলাম (২৫)। স্হানীয়রা উদ্বার করে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।
গত সোমবার (১ জুলাই) রাত ১০ টার সময় উপজেলার আমজাদ হাট ইউনিয়নের কিল্লার দীঘী এলাকায় এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফুলগাজী থানার ওসি মোহাম্মদ কুতুব উদ্দীন তাৎখনিক হাসপাতালে আহত সেনাসদস্যকে দেখতে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহত সেনাসদস্য শরীফুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত দশটার দিকে ছাগনাইয়া -পরশুরাম সড়কের আমজাদ হাট কিল্লার দীঘি এলাকা থেকে তিনি পরশুরাম উপজেলা যাওয়ার জন্য সিএনজি চালিত অটোরিকসার জন্য অপেক্খা করেন। কিছুসময়ের মধ্যে ছাগলনাইয়া দিক থেকে একটি অটোরিকশা আসলে তিনি গাড়িতে ওটেন।
এমন সময় তাঁর মোবাইলে একটি ফোন আসলে তিনি কথা বলেন। তিনি কিছু বুঝে ওটার আগেই ছিনতাই কারীররা তাকে ঝাপটে ধরে মাথায় দারালো অশ্র দিয়ে আঘাত করে সড়কের পাশেই ফেলে চলে যায়। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আহত অবস্হায় উদ্বার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দিন ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত সেনা সদস্যকে ফেনী সদর হাসপাতাল থেকে কুমিল্লা সিএমএইচ ভর্তি করা হয়েছে।
এব্যাপারে সেনাসদস্যর বাবা পুলিশ সদস্য আমির আলী বাদী হয়ে ফুলগাজী থানায় মামলা রুজু করেছেন। তিনি বলেন, এঘটনায় দক্খিন ধর্মপুর গ্রামের আবদু রহমানের ছেলে সিএনজি চালক আবদুল কাইয়ুমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। আহত সেনা সদস্যর বাড়ি উপজেলার আমজাদ হাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে।