নিউজ ডেস্কঃ
সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদ হাসান মানা (১৯) নামে এক যুবককে হত্যা করেছে। গতকাল রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজনরা। এই ঘটনায় পুলিশ ছানোয়ার হোসেন, মনোয়ার হোসেন ও শাওন ইসলাম ইভা নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহত মাহমুদ হাসান মানা একডালা ধোপাবাড়ি মহল্লার ছবদের আলী ভুট্টোর ছেলে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা ধোপাবাড়ি মহল্লার সানোয়ার হোসেনের বাড়ির জানালা থেকে নিহত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বড় ভাই মারুফ শেখ বলেছেন, মাহমুদ হাসানের সঙ্গে পার্শ্ববর্তী এলাকার সানোয়ার হোসেনের মেয়ে শাওন ইসলাম ইভার দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্ক ইভার পরিবার কখনও মেয়ে নেয়নি। হাসানকে একাধিকবার মারপিট করেছে ইভার পরিবার।
গতকাল বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে মাহমুদ হাসান মানাকে ডেকে নিয়ে যায় প্রেমিকা ইভা। সকালে ইভার ঘরের পেছনের জানালায় মানার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয় এলাকাবাসী,পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানা ওসি মোহাম্মদ দাউদ বলেছেন, মাহমুদ হাসানকে হত্যা করা হয়েছে না আত্মহত্যা করেছে তা নিশ্চিত হবে ময়নাতদন্তের পরে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রির্পোট হাতে আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।