সোনাগাজীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র পুরস্কার বিতরণ

মোঃ ছালাহ্ উদ্দিন>>

সোনাগাজীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২৭শে জুন বৃহস্পতিবার বিকালে সোনাগাজী মোঃ ছাবের মডেল পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

 

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

 

বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু,  মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি,  শিক্ষা অফিসার মোঃ হিটলারুজ্জামান, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির,  বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক খোকন, চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টু।

ফাইনাল খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবে কুঠির হাট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু খেলায় দাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় জয় লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *