সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীকে শিক্ষক সমিতির সংবর্ধনা | বাংলারদর্পন

সোনাগাজী ( ফেনী) প্রতিনিধি :
ফেনী-৩ আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে সোনাগাজী উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি । ১৯ মে বিকেলে সোনাগাজী উপজেলা মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন লিপটন ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুল আনামকে সংবর্ধনা দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মাসুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়িত হবে । এর মাধ্যমে এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন ও কর্মসংস্থান হবে। তিনি আরও বলেন, বিদ্যালয় ম্যানেজিং সদস্যরা কমপক্ষে এসএসসি পাশ হতে হবে। 
সমিতির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন , উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন লিপটন, সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম , উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক, ইউপি চেয়ারম্যান জহিরুল আলম, মোশারফ হোসেন মিলন ও পৌর কাউন্সিলর নুর নবী লিটন।
এসময় পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *