টিভিতে আর ফিরবেন না তনিমা

বাংলার দর্পন:ছোট পর্দার একসময়ে জনপ্রিয় অভিনেত্রী তনিমা হামিদ। বাংলাদেশ টেলিভশন ও প্যাকেজ নাটকে দাপটের সঙ্গে অভিনয় করে দর্শক হৃদয়ে আসন তৈরি করেছেন এই অভিনেত্রী। বাবা ম. হামিদ ও মা ফাল্গুনি হামিদও মিডিয়া জগতেরই পরিচিত মুখ। সুতরাং অভিনয়ে তনিমার হাতেখড়ি শৈশবেই।
প্রথম থেকেই মঞ্চের মানুষ তনিমা, এখনও তেমনই আছেন বলে ঢাকাটাইমসের সঙ্গে আলাপচারিতায় জানালেন তিনি। নাট্যচক্র দলের সঙ্গে এখনও নিয়মিত মঞ্চ মাতাচ্ছেন তিনি।
মূলত বিয়ের পর থেকেই ধীরে ধীরে টিভিতে কাজ কমিয়ে দেন মিষ্টি চেহারার এই অভিনেত্রী। বিয়ে করেছেন জনপ্রিয় সংবাদ উপস্থাপক শামসুদ্দিন হায়দার ডালিমকে।
তাহলে কি শ্বশুরবাড়ি থেকে অভিনয় ছেড়ে দেয়ার চাপ ছিল? এমন প্রশ্ন একেবারে ওড়িয়ে দিয়ে তনিমা বলেন, ‘আমি তিন বছর ধরে ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটিতে লেকচারার হিসেবে রয়েছি। মূলত এ কারণেই অভিনয়ের জন্য সময় বের করতে পারছি না। টিভি নাটকে অভিনয় এমন একটি পেশা যে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকতে হয়। এছাড়া আমার সন্তানও এখনো ছোট। তাকে সময় না দেয়াটা আমার কাছে অন্যায় মনে হয়। তাই টিভিতে অভিনয় ছেড়ে দিয়েছি। ’


তবে কি ভবিষ্যতেও টিভি নাটকে আপনাকে দেখতে পাওয়া যাবে না? মিষ্টি মেয়ে তনিমা হেসে বলেন, ‘না, আমার নাটকে অভিনয়ের ইচ্ছা আর নেই। তবে নির্দেশনার ইচ্ছা আছে, সেটাও মঞ্চ নাটকেই। যদি সেরকম কোন সুযোগ হয় তাহলে চলচ্চিত্র পরিচালনাও করতে পারি।’
নিজের সম্পর্কে তনিমা বলেন, ‘আমি স্বাধীনেচেতা। আমার শ্বশুড়বাড়ির সবাই আমাকে প্রথম থেকেই সহযোগীতা করেছে। মূলত আমার সন্তানের কথা চিন্তা করেই অভিনয়ের জন্য সময় বের করতে পারিনি। তবে আমি কৃতজ্ঞ, মানুষ আমাকে এখনও বিভিন্ন সময়ে অভিনয়ে আসতে বলে। তারা আমাকে মনে রেখেছে, এটা আমার ভালো লাগে।’
জানালেন, গেল ১৬ ফেব্রুয়ারি কাজী নজরুল ইসলামের লেখা ‘মৃত্যূক্ষুধা’ অবলম্বনে নাট্যদল নাট্যচক্রের একটি নাটক মঞ্চস্থ হয়। এখন পরবর্তী শো নিয়ে ব্যস্ত সময় পার করছে এই অভিনেত্রী। মঞ্চ নাটকে সময় অনেক কম দিতে হয়ে বলেই এখানে নিয়মিত সময় দিতে পারছেন বলে মনে করেন তনিমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *