সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
সোনাগাজীর উত্তর চর ছান্দিয়া গ্রামে তৃতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থী(৯)কে ধর্ষন চেষ্টার অভিযোগে একই গ্রামের আবদুল হকের বাড়ীর আবদুল হালিমের ছেলে জামশেদ আলম (১৩) কে বুধবার (১৯ জুন) রাতে আটক করেছে পুলিশ।
শিশুর পরিবার ও পুলিশ জানায়, জমাদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিশু শিক্ষার্থী বুধবার বিকাল ৩টার দিকে স্কুল ছুটির পর বাড়ী ফেরার পথে রাসুলপুর নামক স্থানে পৌঁছলে উত্তর চর ছান্দিয়া গ্রামের বখাটে জামশেদ আলম (১৩) শিশুটির গতি রোধ করে।
টাকার প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে এক পথচারী বখাটে জামশেদকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাত ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করে এবং বখাটেকে আটক করে পুলিশ।
এ ঘটনায় বৃহষ্পতিবার সকালে শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, শিশুর শারীরিক পরীক্ষা শেষে আদালতে হাজির করা হয়। বিজ্ঞ আদালতে ২২ধারায় জবানবন্দি দিয়েছে। এবং বখাটেকে কারাগারে প্রেরণ করা হয়েছে।