ফেনী প্রতিনিধি। ১৪ নভেম্বর১৬।
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের সোহরার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সোমবার বিকালে শহরের এসএসকে সড়কের সমবায় মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে খেজুর চত্ত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় ওই স্থানে পথ সভয় মিলিত হয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিষ্টার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন খান, ফেনী সদর উপজেলা সভাপতি এডভোকেট সৈয়দ মিজানুর রহমান, জেলা কৃষকদল সভাপতি সিরাজুল ইসলাম, ছাত্রদলের জেলা সেক্রেটারী এসএস সালাহ উদ্দিন মামুন প্রমূখ।
সমাবেশে বক্তারা ঢাকার সোহরার্দী উদ্যানে বিএনপির সমাবেশ করতে না দেয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন। সরকারের এ ধরণের সিদ্ধান্তকে সৈরাচারী ও গনতন্ত্র বিরোধী বলে উল্লেখ করেন তারা।