তানভীর আলম: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ আ ক ম বাহাউদ্দিন বাহার সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করার আহবান জানিয়ে বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার মার্কা নৌকা, জাতির জনক বঙ্গবন্ধুর মার্কা নৌকা, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা নৌকা, আমার মার্কা নৌকা। আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকার বিজয় যেন আমরা ছিনিয়ে আনতে পারি, সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লা জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি বাহার আরো বলেন- গত ৬ মার্চের নির্বাচনে আর্দশ সদর উপজেলায় নৌকার প্রার্থী বিজয় হয়েছে। কুমিল্লা আইনজীবি সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ১২ পদে আমরা বিজয় হয়েছি। মেডিক্যাল কলেজের সকল শিক্ষকদের অনুরোধ করে এমপি বাহার বলেন, ছাত্রদের রাজনীতিতে শিক্ষকরা অর্ন্তভুক্ত হবেন না। তাহলে সংঘাত কমে যাবে। ছাত্ররা যদি রাজনীতি করতে চায়, তাদেরকে ছাত্ররাজনীতিতেই ছেড়ে দিন। শিক্ষকরা পর্যবেক্ষণ করবেননা। কুমিল্লা মেডিকেল কলেজের সুন্দর পরিবেশ চায় কুমিল্লাবাসী।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) কুমিল্লার জেলা শাখার বিদায়ী সভাপতি ও সম্মেলনের আহবায়ক ডা: মো: শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. এন. ইকবাল আর্সনাল, মহাসচিব অধ্যাপক ডা. এম.এ আজিজ, সহ-সভাপতি অধ্যাপক ডা.মহসিন উজ্ জামান চৌধুরী, স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডা. আ আ ম মিনহাজুর রহমান মিনহাজসহ জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।
সম্মেলনে ডা. আবদুল বাকি আনিসকে সভাপতি ও ডা. মোরশেদুল আলমকে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়।
এর আগে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সম্মেলন ২০১৭ এর এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী মেডিকেল কলেজের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কুমিল্লা মেডিকেল কলেজর বকুলকলায় জাতীয় পতাকা উত্তোলন করে হাজী বাহার ও স্বাচিপএর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি।
কুমিল্লায় নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান এমপি বাহারের