ফেনী প্রতিনিধি :
ফেনীর ফতেহপুরে র্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহতরা মাদক বিক্রেতা।
শনিবার রাত ১টার দিকে এ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফতেহপুর ওভারপাসের নীচে এই ঘটনা ঘটে।
ফেনীর র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার এএসপি জোনায়েত ছিদ্দিকি জানান, রাত ১টার দিকে ফতেহপুর রেলওয়ে ওভারপাস এলাকায় র্যাবের একটি দল তল্লাশি চালাতে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ করে গুলি বর্ষণ শুরু করে। এ সময় র্যাবও পাল্টা চালায়। প্রায় ১ ঘণ্টা গোলাগুলির পর মাদক বিক্রেতারা পিছু হটে। পরে র্যাব ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে।
তিনি আরও জানান, গুলিবিদ্ধদের ফেনী সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে মাহমুদুল হাসান রুবেল (৩০) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার বাংগুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
জোনায়েত ছিদ্দিকি বলেন, বন্দুযুদ্ধের পর ঘটনাস্থল থেকে র্যাব ১০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে