ফেনী প্রতিনিধি :
সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফী হত্যা মামলার অগ্রগতি জানাতে পিবিআই সদর দফতরে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করেছেন ডিআইজি বনজ কুমার মজুমদার।
তিনি বলেন, আ’লীগ নেতা রুহুলআমিন, কাউন্সিলর মকসুদ আলম, অধ্যক্ষ সিরাজ, মাদ্রাসার শিক্ষার্থী শামীম, জোবায়ের, জাবেদ হোসেন, শরীফ, নুর উদ্দিন, পপি, মনি, মামুন, রানা, শাকিল, শিক্ষক অাবছার, আবদুল কাদের সহ ১৬জন খুনের ঘটনায় জড়িত।
তিনি আরও বলেন, আগামীকাল বুধবার প্রস্তুতকৃত চার্জশিট আদালতে জমা দেয়া হবে। নৃশংস এ হত্যাকান্ডে জড়িত প্রত্যেকের মৃত্যুদন্ড চাইবে পিবিআই।