সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীর বগাদানায় ব্যাবসায়ীর ঘরে ডাকাতির ঘটনায় তুহিন(২০) নামে এজাহারভুক্ত এক আসামীকে আটক করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, রবিবার সন্ধায় উপজেলার অানন্দিপুর গ্রামে তাকে দেখে পুলিশে খবর দেয় মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল।

উল্লেখ্য, রবিবার ভোর ৪টায় বগাদানা ইউনিয়নের বিকাশ দোকানদার আবদুল হালিমের বসতঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা, মোবাইল ও মুল্যবান জিনিসপত্র লুট করে নেয় ডাকাতদল।
পরে আলমপুর থেকে শাহাদাত হোসেন নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এ ঘটনায় হালিম বাদি হয়ে মামলা দায়ের করেন।