ফেনী প্রতিনিধি :
সোনাগাজীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে (১৮) রাতভর ধর্ষণ করেছে এক বখাটে যুবক। গত মঙ্গলবার (২৬মে) দিবাগত রাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামের ইউপি সদস্য মো. আবু সুফিয়ানের বসত ঘরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে জহিরুল ইসলাম জিয়া (২১) নামে এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে চরদরবেশ ইউপি সদস্য আবু সুফিয়ানের ছেলে।
পুলিশ জানায়, বখাটে জহিরুল ইসলাম জিয়া দীর্ঘ দিন যাবৎ একই গ্রামের ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছে। সর্বশেষ মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ওই তরুণী ঘর থেকে বের হলে পূর্বপরিকল্পিতভাবে জিয়ার নেতৃত্বে ৪-৫ সশস্ত্র সন্ত্রাসী গামছা দিয়ে মুখ বেঁধে তরুণীকে অপহরণ করে নিয়ে যায়। পাশ্ববর্তি একটি নির্জন ঘরে ওই তরুণীকে রাতভর জোরপূর্বক ধর্ষণ করে।
বুধবার (২৭মে) বিকালে ওই তরুণী বাদি হয়ে বখাটে জহিরুল ইসলাম জিয়ার নাম উল্লেখ করে ও ৪-৫জনকে অজ্ঞাত আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বৃহষ্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কৃষক এবং জেলে সেঝে দক্ষিণ চরদরবেশ গ্রামে অভিযান চালিয়ে বখাটে জিয়াকে গ্রেপ্তার করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের কুইক রেসফন্স টিম সফলতার সাথে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পলাতক আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
ছবিতে – ওসি সাজেদুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম, এসআই শহীদুল ইসলাম ও ধৃত জিয়া। বাংলারদর্পন ।