স্পেনে এসোশিয়েশন কোলতোরাল দে ইউমানেতারিয়া,  বাংলাদেশ এর ইফতার মাহফিল 

মুজিবুর রহমান তোতা >>>

গতকাল ২১মে মঙ্গলবার বার্সেলোনার প্রান কেন্দ্র দারুল আমাল জামে মসজিদে পুরুষদের জন্য আলাদা , এবং সংগঠনের মহিলাদের জন্য মধুর কেন্টিন রেষ্টুরেন্টে আলাদা ভাবে ইফতারের আয়োজন করা হয় ।

 

উল্লেখ্য সংগঠনটি ২০০১ সন থেকে যাত্রা শুরু করে । সামাজিক এই সংগঠন বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য সহকারে দেশের জাতীয় দিবস গুলি অহরহ পালন করে আসছে ।  এবার পুরুষ আর মহিলাদের জন্য ইফতারের আয়োজন করে বার্সেলোনার মানুষের কাছে ইতিবাচক আলোচনায় উঠে এসেছে অনেকটা ।

 

ধর্মীয় এই অনুষ্ঠানে বাংলাদেশী মুসুল্লি ছাড়া ও অন্যান্য দেশের রোজাদাররাও অংশ নেন । ইফতারের পুর্ব মুহুর্তে মাওলানা আজমল ইসলাম সেলিম ,  জিকির আযকার করে আল্লাহর শুকরিয়া আদায় করেন।  প্রিয় নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন উপস্হিত মুসল্লিগণ ।

 

কমিউনিটির নেতৃবৃন্দদের মধ্যে্  উপস্হিত ছিলেন , সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আওয়াল ইসলাম , সহ সভাপতি আনোয়ার চৌধুরী ,  সহ সভাপতি মুজিবুর রহমান তোতা , জাহাঙ্গীর আলম , শাহ আলম স্বাধীন ,  সিনিয়র সভাপতি শফিক খান , সংগঠনের সাধারন সম্পাদক শামীম হাওলাদার , সাজেদুর রহমান , সাংগঠনিক রাসেল হাওলাদার , সহজ মুল্লা , সাহাব উদ্দিন , দুলাল আজাদ , মহিউদ্দিন হারুন , আতাউর রহমান প্রমুখ  । প্রায় দুই শতাধিক মানুষের উপস্থিতিতে মসজিদের ইমাম সাহেব সকল মুসলিম উম্মাহর জন্য দোয়ার মাধ্যমে ঈফতার অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *