ফেনী প্রতিনিধি :
ফেনী-৩ (দাগনভূঞা -সোনাগাজী) আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর উন্নয়ন পরিকল্পনা।
শিক্ষাঃ
ক) সোনাগাজী কলেজে অনার্স (সম্মান) কোর্স চালুকরন।
খ) কৃষি ইন্সটিটিউটের অধীনে নতুনভাবে কৃষি কলেজ স্থাপন এবং পর্যায়ক্রমে কৃষি বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ
গ) বিষ্ণুপুর ও আর এম হাট স্কুলে কলেজ শাখা চালুকরন
ঘ) এনায়েতুল্লাহ মহিলা কলেজ, আমিরাবাদ বিসি লাহা কলেজ এমপিওভুক্ত করন
ঙ) প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল মাধ্যমে শিক্ষাব্যবস্থা চালুকরন
চ) সোনাগাজী মাদ্রাসা, চরলক্ষীগঞ্জ মাদ্রাসা, দাগনভূঁইয়া মাদ্রাসা, দরবেশর হাট মাদ্রাসাকে কামিল মাদ্রাসায় উন্নীতকরন
ছ) আলিম মাদ্রাসা সমূহকে ফাজিল মাদ্রাসায় উন্নীতকরন
জ) নন এমপিও স্কুল ও মাদ্রাসাকে এমপিও ভূক্তকরন
ঝ) প্রতিটি বিদ্যালয়ের অবকাঠামোগত নির্মান কার্যক্রম উন্নয়নকরন (যেমনঃ বাউন্ডারী ওয়াল এবং নতুন স্কুল/মাদ্রাসা ভবন নির্মাণ ইত্যাদি)
ঞ) সুবিধা বঞ্ছিত ও ঝরে পড়া ছাত্র ছাত্রীদের শিক্ষার সুব্যবস্থা ও উন্নয়ন করা
ত) ওলামা বাজার মাদ্রাসা সহ সকল কওমী মাদ্রসার উন্নয়নে বিশেষ কর্মসূচী গ্রহন
থ) শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পর্যাপ্ত শিক্ষাসামগ্রী প্রদান (যেমন- পাখা ও ক্ষেত্রবিশেষে শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষে ব্যবস্থা করা)
দ) দাগনভূঁইয়ায় বিশ্ববিদ্যালয় স্থাপন
ধ)উভয় উপজিলায় নার্সিং ও কারিগরি কলেজ স্থাপন
সড়ক ও সেতুঃ
ক) বেকের বাজার থেকে মাহবুবমিয়ার বাজার হয়ে মাওলানার ঘাট দিয়ে বাংলাবাজার- কাটাখিলা কাজিরহাট- স্লুইস গেট- মুছাপুর পার্ক- দক্ষিনে নদীর পাশ দিয়ে মুহুরী পার্ক- নদীর পাশ দিয়ে নবাবপুর পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক স্থাপন।
খ) দাগনভূঁইয়া – তাকিয়া বাজার – ডাকবাংলা – আহাম্মদপুর – মুহুরী পার্ক আঞ্চলিক মহাসড়ক যা নোয়াখালী টু চট্টগ্রাম মহাসড়কে সংযুক্ত হবে
গ) দাগনভূঁইয়া – ফাজিলের ঘাট – কুঠির হাট- ডাকবাংলা- সাহেবের হাট- ভোর বাজার- নবাবপুর- কসকা পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক স্থাপন
ঘ) নৌ বন্দর টু ফেনী ৪ লেন মহাসড়ক
ঙ) লাল পোল, সিলোনিয়া ও ডাকবাংলা ফ্লাইওভার নির্মাণ
চ) মূছাপুর থেকে দক্ষিণে নদীর কূল দিয়ে মুহুরী রেগুলেটর পর্যস্ত আউটার বেড়ি বাঁধ নির্মান যা সড়ক হবে।
ছ) ৩টি বড় ব্রিজ নির্মানপ্রকল্প গ্রহন (১) মাওলানার ঘাট (২) কাঁটাখিলা ঘাট, (৩) স্লুুইস গেইট, কাজীর হাট
জ) দাগনভূঁইয়ার পশ্চিমাংশে আঞ্চলিক মহাসড়ক স্থাপন
ঝ) বিআরটিসি বাস এ ঢাকা ও চট্টগ্রাম এর সাথে সোনাগাজী ও দাগনভূঁইয়ায় বাস সার্ভিস
ঞ) শিক্ষার্থীদের জন্য ৫ টি ফ্রী বিআরটিসি বাস সার্ভিস
ট) চালকদের প্রশিক্ষণ প্রদান ও সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা সৃষ্টি করা
নৌ- বন্দরঃ
সোনাগাজীর দক্ষিণে সাগরতীরে গভীর-নৌ বন্দর স্থাপন।
চিকিৎসা ও স্বাস্থ্যসেবাঃ
ক) প্রত্যেক উপজেলায় বিশেষায়িত (ডায়বেটিক) হাসপাতাল নির্মান
খ) প্রত্যেক ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্থাপন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা
গ) ইমারজেন্সি এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান
ঘ) প্রয়োজনীয় সংখ্যক ডিপ টিউবওয়েল স্থাপন এবং গুরুত্বপূর্ন স্থানে পাবলিক টয়লেট স্থাপন
ঙ) দাগনভূঞা ও সোনাগাজী সরকারি হসপিতাল কে ১০০ শয্যায় উন্নীত করা হবে
স্বরাষ্ট্রঃ
ক) শতভাগ পুলিশি নিরাপত্তা ও হয়রানী বন্ধ নিশ্চিত করা
খ) শতভাগ চুরি-ডাকাতি বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা
গ) মুহুরী পার্ক ও মুসাপুর পার্ক এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন
বিজ্ঞান ও প্রযুক্তিঃ
ক) কম্পিউটার এবং বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষন কেন্দ্র স্থাপনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার ব্যবস্থা গ্রহন
ডাক ও টেলিযোগাযোগঃ
ক) মোবাইলে ভালো নেটওয়ার্ক পেতে আরো ১০ টি নতুন টাওয়ার নির্মাণের উদ্দ্যোগ গ্রহন
খ) টি এন্ড টি সংযোগ সম্প্রসারিত করা
বনায়নঃ
ক) প্রতি উপজেলায় প্রত্যেক সড়কের পাশে বিশেষ বনায়ন করা হবে ১০০০ (১০ লক্ষ বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহণ করা হবে)
কৃষিঃ
ক) কৃষি উৎপাদন উন্নয়ন ও বৃদ্ধির লক্ষ্যে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ
খ) বিনামূল্যে বীজ ও সার বিতরণ করে কৃষিকে আরো সমৃদ্ধশালী করা
গ) পর্যাপ্ত সেচের ব্যবস্থা গ্রহণ
বাণিজ্যঃ
ক) পাইকারি ক্রেতাদের জন্য বিশেষ বাজার ব্যবস্থাপনা যাতে করে কৃষক তাদের উৎপাদিত পণ্য উচিত মূল্যে বিক্রয় করতে পারে
খ) এলজিইডির মাধ্যমে প্রতিটি বাজারের অবকাঠামো উন্নয়ন
বৈমানিক ব্যবস্থাঃ
ক)দাগনভুইয়া এবং সোনাগাজীতে হেলিপ্যাড নির্মাণের উদ্দ্যোগ গ্রহন
খ) বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মিনি এয়ারপোর্ট স্থাপন
সমাজকল্যাণঃ
ক) নানা ধরনের সমাজকল্যাণ মূলক কাজ বৃদ্ধি করা হবে
খ) প্রতিটি উপজেলায় সকল ধরনের পর্যাপ্ত বইসহ কেন্দ্রীয় পাঠাগার নির্মান করা হবে
গ) প্রতিটি ইউনিয়নে পাঠাগার এবং প্রবীণদের বিনোদন কেন্দ্র/ক্লাব স্থাপন
ঘ) কুসংস্কার দূর করে উন্নত জীবন-যাপনের জন্য জনমত গঠনের লক্ষ্যে প্রচারণা ও জনসচেতনামূলক কর্মসূচী গ্রহণ
দুর্যোগ ও ত্রাণঃ
ক) প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে যা শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হবে
খ) গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ/ আশ্রয়ন প্রকল্প বৃদ্ধি
ধর্মঃ
ক) সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন সংস্কার ও ধর্মীয় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান
খ) দুই উপজেলায় ৫০ টি মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত করণ
পর্যটনঃ
ক) মুহুরী রেগুলেটর এলাকায় পর্যটন কেন্দ্র স্থাপনা (যা মুহুরী পার্ক হবে)
খ) মুছাপুর রেগুলেটর এলাকায় পর্যটন কেন্দ্র স্থাপনা (যা মুসাপুর পার্ক হবে)
প্রবাসীকল্যাণঃ
ক)বিশেষ প্রশিক্ষণ ও প্রবাসী কল্যাণ ব্যাংকের সাহায্যে বিদেশে জনশক্তি প্রেরণ
ক্রীড়াঃ
ক) সোনাগাজী এবং দাগনভূঁইয়ায় ২ টা বড় খেলার মাঠ তৈরী
খ) ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পর্যাপ্ত ক্রীড়াসামগ্রী প্রদান করা হবে
গ) ক্লাব প্রতিষ্ঠায় পৃষ্ঠপোষকতা ও অগ্রগতিতে সাহায্য করা
বিদ্যুৎ ও জ্বালানী ব্যবস্থাঃ
ক) বিদ্যুৎ এর লোড শেডিং কমানোর ব্যবস্থা গ্রহণ
খ) সোনাগাজীতে গ্যাস সংযোগ প্রদান
গ) নির্মানাধীণ ২০০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্রকে ৪০০ মেগাওয়াটে উন্নীত করন
ঘ)বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঘরে ঘরে স্বল্পমূল্যে নবায়নযোগ্য শক্তির ব্যবস্থা গ্রহন
স্পেশাল ইকোনোমিক জোনঃ
ক) একটি বিশেষ অর্থনৈতিক জোন নির্মানের পদক্ষেপ দ্রুত বাস্তবায়নকরা যেখানে এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে
এল জি ই ডিঃ
ক) ডাক বাংলা (বক্তারমুন্সি) ও সিলেনিয়াকে পৌরসভায় উন্নীত করা হবে,
খ) শতভাগ কাঁচা রাস্তা পাকা করন,
গ) সোনাগাজী ও দাগনভূঁইয়ায় আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ডাকবাংলো স্থাপন।