‘জাল ফেলে আলো ধরা যায়না’
একদিন বাদশাহ বীরবলকে বললেন বোকা লোক ধরে আনতে। বীরবল একজনকে ধরে আনলো। লোকটা ঘরের অন্ধকার দূর করতে আলো নিয়ে যেতে চেয়েছিল নিজের ঘরে। সে জন্য সে আলোকস্তম্ভের নিচে এসে জাল ফেলে আলো ধরার চেষ্টা করছিল।
ছড়ি ঘুরিয়ে, তরবারি চালিয়ে অন্ধকার দূর করা যায়না। ভালো মানুষের আলোই পারে অন্ধকার সমাজের আঁধার দূর করতে।
আমার স্নেহের ছোট ভাই ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ একরামুল হক গত ২০ মে, ২০১৪ খ্রিস্টাব্দে স্ব-দলীয় বিপথগামী কর্তৃক নির্মমভাবে প্রথমে গুলি, তারপর চাপাতি দিয়ে কুপিয়ে এবং শেষে আগুনে পুড়িয়ে ছাই করে হত্যা করে। হে আল্লাহ, তাঁকে শহীদি মৃত্যু দান কর এবং জান্নাতুল ফেরদৌস নসিব কর। আমিন।
উল্লেখ্য, গত ৬এপ্রিল সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
লেখক,
একরামের বড় ভাই মোজ্জামেল হক।