রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর নির্মানের স্থান ও ভারত-বাংলাদেশ সংযোগ সেতু মৈত্রী সেতু ১ এর অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: আব্দুল মান্নান।
শুক্রবার (১৭ মে) দুপুরে বন্দর এলাকা পরিদর্শনকালে কমিশনার ফেনী নদীতে নির্মিত মৈত্রী সেতু-১ ও নিরাপত্তাসহ সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের বন্দরগুলোর উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় রামগড় স্থলবন্দরের উন্নয়নেও সরকারের ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছে অচিরেই এ বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও এর নিরাপত্তা দৃশ্যমান হবে। তিনি বলেন, প্রয়োজনের বাহিরে কোন জমি অধিগ্রহন করা হবেনা। স্থানিয়দের যাতে ক্ষতি না হয় বিষয়টি দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। এসময় তিনি ভারতীয় সেতু কর্তৃপক্ষের টিম লিডার রাম নন্দন কুমার সহ স্থানিয়দের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চাহেল তস্তরী, ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হুমায়ুন কবীর, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ, অফিসার ইনচার্জ তারেক মো: আব্দুল হান্নান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৬ জুন ২০১৫ সালে প্রাধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী ঢাকাতে সেতুটির ভিক্তিপ্রস্তর স্থাপন করেন। ৪১২ মিটার দৈর্ঘ্য ও ১৪.৮০ মিটার প্রস্থের সেতুটি নির্মাণে ব্যায় ধরা হয়েছে ৮২.৫৭ কোটি ভারতীয় রোপী। সবকিছু ঠিক থাকলে ২০২০সালের এপ্রিল মাসে সেতুটি নির্মান কাজ শেষ হওয়ার কথা রয়েছে।