ফেনী প্রতিনিধি:
গত ১০ মে দুপুরে জুম’আর নামাজের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে ওলামাবাজার জামে মসজিদের সামনে জাহাঙ্গীর ফার্মেসিতে অবস্থান করছিলেন উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুল কুদ্দুস মিলন(৪২)। দুপুর ১টায় মাইক্রোগাড়ী যোগে আসা ৩যুবক র্যাব পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে তার পরিবার সোনাগাজী মডেল থানা ও র্যাব কার্যালয়ে গিয়ে কোন সদুত্তর পাননি। সে চর ছান্দিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আবদুস সামাদ’র ছেলে।
নিখোঁজ যুবলীগ নেতা মিলনের স্ত্রী আকলিমা বেগম বলেন, মডেল থানা ও র্যাব ক্যাম্পে গিয়েও কোন খোঁজ মিলেনি। ওলামাবাজারের ফার্মেসি দোকানি জাহাঙ্গীর আলম বলেন, গত শুক্রবার (১০মে) ১টায় পাঞ্জাবী পরিহিত তিন যুবক র্যাব পরিচয় দিয়ে দোকানের সামনে থেকে মিলনকে গাড়ীতে তুলে নিয়ে যায়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী কমান্ডার জুনায়েত জাহিদী বলেন, মিলনের স্ত্রী ক্যাম্পে এসেছিলেন । তিনি তাঁর স্বামী অপহরনের বিষয়টি জানিয়েছেন । তাঁকে লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বলেন, মিলনের বিরুদ্ধে ৭টি মামলা আদালতে বিচারাধিন । তবে এসব মামলায় সে জামিনে আছে। নিখোঁজের বিষয়টি পরিবার জানিয়েছে। আটকের বিষয়ে পুলিশ কিছুই জানেনা।