ফয়সাল আবেদীন (বাঁশখালী থেকে): রাজনীতিতে তরুণদের বিজয় স্রোত বাঁশখালীতেও অক্ষুণ্ন থাকল। দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী। উপজেলার ভাইস চেয়ারম্যান পদে মো. এমরানুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেহানা আক্তার।
১১০ টি কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান পদের মধ্যে নৌকা প্রতীকের চৌধুরী মোহাম্মদ গালিব পেয়েছেন ৫৮ হাজার ৮০১ ভোট। নিকটতম প্রার্থী আনারসের খোরশেদ আলম পেয়েছেন ২৬ হাজার ১৪৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকের এমরানুল হক পেয়েছেন ৩৮ হাজার ১৮৭ ভোট। নিকটতম প্রার্থী টিউবওয়েল প্রতীকের আব্দুল গফুর পেয়েছেন ২১ হাজার এক ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেহানা আক্তার পেয়েছেন ৪৫ হাজার ৫৬৯ ভোট। নিকটতম প্রার্থী প্রজাপতি প্রতীকের নুরীমন আক্তার পেয়েছেন ৩৭ হাজার ৮৭১।
এদিকে অল ইউরোপীয়ান বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, ইংল্যান্ড প্রবাসী ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ অভিনন্দন বার্তায় বলেন তারুণ্যের হাত ধরে বাঁশখালী হয়ে উঠবে চট্রগ্রামের নতুন শহর।