সোনাগাজীতে মাসুদ উদ্দিন চৌধুরী এমপিকে নাগরিক সংবর্ধনা | বাংলারদর্পন 

মোঃ ছালাহ্ উদ্দিন >>

সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামের সর্বস্তরের জনতার সমন্বিত উদ্যোগে লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি মহোদয়ের সম্মানে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান ২৫শে সোমবার বিকালল ৩টায় চরলামছি জয়নাল আবেদীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চরলামছি, চরকৃষ্ণজয় ও সোনাপুর নদী ভাঙ্গণ রোধে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে নদী ভাঙ্গন রোধ করবো। তিনি আরো বলেন, সোনাগাজী-দাগনভূঞাতে মাদক সেবনকারী ও মাদক বিক্রয় কারীকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি রেদওয়ান উল্যাহ’র সভাপতিত্বে চরলামছি গ্রাম উন্নয়ন পরিষদের ক্রীড়া ও প্রচার সম্পাদক নুরুল আবছার এর সঞ্চালনায়

 

বিশেষ অতিথি  ছিলেন সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও  আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, সোনাগাজী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কে এম খুরশিদ আলম, কে এম আহম্মদ করিম, আমিরাবাদ ইউনিয়নের সাবেক সভাপতি মিজানুর রহমান মিলন, চরলামছি জয়নাল আবেদীন সরকারি প্রাঃ বিঃ প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন, এনামুল হক প্রমূখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *