সাহাব উদ্দিন :
ফুলগাজীতে ইয়াবাসহ এক কলেজ ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছেন। তাঁর নাম মোশারফ হোসেন ওরফে সজীব (১৯)। শনিবার ২৭ জানুয়ারি উপজেলার আনন্দপুর ইউনিয়নের মাইজ গ্রাম এলাকা থেকে ফুলগাজী থানার পুলিশ তাকে গ্রেফতর করেন । সে ফেনী সদর উপজেলার কাজিরবাগের বাসীন্দা।
পুলিশ জানান, গোপণ সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে উপজেলার আনন্দপুর ইউনিয়নের মাইজ গ্রাম এলাকায় থেকে মোশারফ হোসেন সজীবকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তার নিকট থাকা ৩০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেন। মোশারফ হোসেন সজীব একজন কলেজ ছাত্র। সে লেখাপড়ার ফাঁকে ফাঁকে ইয়াবা ব্যবসায় করে বলে জানায় ।
ফুলগাজী থানার ওসি মো.হুমায়ূন কবির ইয়াবা বড়িসহ মোশারফ হোসেন ওরফে সজীব নামে একজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন তাঁর বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে ।