সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফেনীর সোনাগাজীতে উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে বুধবার বিকেলে কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন করেন নির্বাহী অফিসার মো. সোহেল পারভেজ। সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র এড. রফিকুল ইসলাম, মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন,
ইউপি চেয়ারম্যান জহিরুল আলম, ইসহাক খোকন , মোশারফ হোসেন বাদল, মোশারফ হোসেন মিলন, নুরুল ইসলাম ভুট্টো, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন, যুগ্ন সম্পাদক মাইন উদ্দিন লিটন প্রমূখ।
নাছির উদ্দিন রিপন জানান, নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টে সোনাগাজী পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়ন দলসহ মোট ১০টি দল অংশ গ্রহন করছে। আগামী ২২মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে।
# সৈয়দ মনির আহমদ।