শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:
সাতক্ষীরার শ্যামনগর দুই যুবককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে বাদিকে হুমকি-ধামকি ও আসামি কর্তৃক মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলার যতিন্দ্রনগর গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে মোঃ আজাদ গাজী এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, যতিন্দ্রনগর এলাকার আব্দুর রহমান ও মহিউদ্দিন গাজী গংদের সাথে পূর্ব শত্রুতা রয়েছে। এরই জের ধরে তারা আমার ও পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে হয়রানি করার ষড়যন্রৈ লিপ্ত রয়েছে। গত ১১ ফেব্রুয়ারী আমার ছেলে আশিকুর রহমান ও ভাইপো আব্দুল কাদের পার্শ্বখালী এলাকার আমার ভাগ্নি হাফিজা খাতুনের বাড়ি থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ছ বাড়ি ফিরছিলো।
প্রতিমধ্যে মৃত আব্দুর রউফের ছেলে আব্দুর রহিম, আব্দুর রহমান, আলিম গাজী, রমজান গাজী, রমজান গাজীর ছেলে নুরুজ্জামান, মৃত গহর গাজীর ছেলে এলাকার চিহিৃত বাঘ ও হরিণ শিকারী মহিউদ্দিন গাজী ও মৃত আবুল গাজীর ছেলে কামরুজ্জামানসহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ বাহিনী আমার ছেলে আশিকুর রহমান ও ভাইপো আব্দুল কাদরের গতিরোধ করে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কাছে থাকা ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় মাথায় গুরুতর জখম প্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে হামলাকারিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।স্হানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এদের মধ্যে আমার ছেলে আশিকুর রহমানের অবস্থা আশংকাজনক হওয়ায় পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এঘটনায় আমি নিজে বাদি হয়ে উল্লেখিতদের নামে ১৩ মার্চ শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করি।
স্হানীয় কৃষক লীগের ওয়ার্ড সভাপতি আজাদ গাজী অভিযোগ করে বলেন, থানায় মামলা করায় ক্ষিপ্ত হয়ে চিহিৃত বাঘ ও হরিণ শিকারী মহিউদ্দিন গাজী গংরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সাতক্ষীরার এক স্হানীয় দৈনিক পত্রিকায় একটি মিথ্যা সংবাদ প্রকাশ করায়। প্রকাশিত সংবাদ তারা আমাকে বনদস্যু ও ডাকাতির সাথে জড়িত থাকার কথা উল্লেখ করেছে। যা সম্পূর্ন মিথ্য ও উদ্দেশ্য প্রণাদিত। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হওয়ায় তারা আমার সুনাম ক্ষুন করতে বিভিন্ন ধরনের ষড়যন্র লিপ্ত রয়েছে। বর্তমান আমার ছেলে মত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি ও আমার পরিবার তাকে নিয়ে চরম উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাছি। সেই সুযোগে ওই চক্রটি আমার ছেলে হত্যা প্রচেষ্টার মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে সৌদিতে চুরির অপরাধে জেল খেটে দেশে ফিরে আসা সাংবাদিক পরিচয়দানকারি চাঁদাবাজ ঐ সাংবাদিক দ্বারা পত্রিকায় মিথ্যচার করছে।
তিনি তার ছেলে হত্যা প্রচষ্টা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টাদমূলক শাস্তি প্রদান এবং পত্রিকায় মিথ্যচারকারিদর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।