সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ দীন মোহাম্মদ রবিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে গনসংযোগ ও পথসভা করেন। এসময় তিনি বলেন, যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য ভোটারদের কেন্দ্রে যেতে হবে। কেন্দ্রে দখলদার ও ভোট চোরের কোন স্থান হবেনা ।
নির্বাচন অবাধ ও সুষ্টু হবে। তাই কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোটারদের আহ্বান জানান তিনি। বিভিন্ন পথসভায় তিনি বলেন, আ.লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদ উম্মুক্ত রাখায় দল সমর্থীত দুজন স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তিনি সম্ভাবনাময় সোনাগাজীকে মডেল উপজেলা ও গ্রামকে শহরে রুপান্তর করার লক্ষে উপজেলার সর্বস্তরের জনগনের সহযোগীতা ও টিউবওয়েল প্রতিকে ভোট চেয়েছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহ সভাপতি এমএ মজিদ ভুলূমিয়া , পৌর আ.লীগ নেতা নিজাম উদ্দিন , উপজেলা শ্রমীকলীগের সাবেক সাধারন সম্পাদক মো. খোকন , স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোশারেফ মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা ওমর সুলতান প্রমূখ। তিনি উপজেলার মতিগঞ্জ, আমিরাবাদ ও সোনাগাজী ইউনিয়নের বিভিন্ন গ্রামে নেতাকর্মীদের সাথে নিয়ে গনসংযোগ করেন ।
উল্লেখ্য , চতুর্থধাপে আগামী ৩১মার্চ পঞ্চম সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় হয়েছেন আ.লীগের প্রার্থী জহির উদ্দিন মাহমুদ। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ ও সাবেক সাংগঠনিক সম্পাদকসাখাওয়াতুল হকের মধ্যে দ্বিমূখী লড়াই হবে।