তানভীর আলম;
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের, লড়িবাগ রেল গেইটের অদূরে পুলিশের গুলিতে ডাকাত নিহতের ঘটনা ঘটে।
,ঘটনাস্থল থেকে জানাযায় মঙ্গলবার রাত বারোটার দিকে লড়িবাগ রেল গেইটে ডাকাত দল ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের ধরতে আসলে, ডাকাত দল গুলি চালায় পুলিশ আত্বরক্ষাতে পাল্টা গুলি চালায় এতে মোস্তফা নামের এক ডাকাত নিহত হয়।
,তাকে কুুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার-আবদুল্লাহ আল মামুন ও কনস্টেবল দয়াল কান্তি আহত হয়।