বাকেরগঞ্জে কাটাদিয়া মাধ্যমিক ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য আয়োজন

মুহাম্মদ সফিক খানঃ
বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের কাটাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৪৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১১ মার্চ সোমবার সকাল থেকে দিনব্যাপী কুচকাওয়াজ, দলীয় নৃত্য, মনোজ্ঞ ডিসপ্লে, নানা ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা আর বিকেলে পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে উৎসবের আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনব্যাপী বিদ্যালয় সংলগ্ন এলাকায় জাগে প্রাণের সাড়া। ১নং চরামদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. গাওসেল আলম খান (লাল)’র সভাতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া, বিশেষ অতিথি ছিলেন, সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান মিজান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসাইন, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন, দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফা, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোকলেচুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল বশার শিকদার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম মোহাম্মদ ছালেহ্, বিদ্যোৎসাহী সদস্য আজিজুল আলম খান,
অভিভাবক সদস্য কানিজ ফাতিমা, মালেক হাওলাদার, আবু হানিফ হাওলাদার, আনোয়ার হোসেন, সুকুমার রায় প্রমুখ। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠাপোষকতার দায়িত্বে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. ইসমাইল হোসেন খান।
Related News

ঝালকাঠির নলছিটি থানার নতুন ওসি আলী আহমেদ
রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) হিসেবে যোগদান করেছেন আলী আহমেদ ।Read More

বিএমএসএফ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাফরকে সংবর্ধনা
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি নাগরিক ফোরামের উদ্যোগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদRead More