“আমার ভাই নেই, তিন বোন আমরা। ছোটবেলায় যখন গ্রামে থাকতাম সবসময় আমার আব্বা-আম্মাকে অপমান করতো সবাই। ভাই না থাকাটা কেন অপরাধ সেটা সে সময় কোনভাবেই বোধগম্য হয়নি। অনেকদিন ভাবতাম হয়তো আমাদেরই কোন ভুল আছে না হয় সবাই আমাদের এভাবে হেয় করবে কেন? সেই অমূলক প্রশ্নের উত্তর কখনো খুঁজে পাইনি, এখন আর পেতেও চাইনা। কারণ প্রশ্নের উত্তর না পেলেও অনেক বড় কিছুই ইতোমধ্যেই আমি পেয়ে গেছি। কেউ এখন আর প্রশ্ন করে না যে কেন আমাদের ভাই নেই। আমি এই গার্মেন্টসের অপারেটর, আমার ছোটবোন কলেজে পরে আর সবচেয়ে ছোট বোনটা পড়ে স্কুলে, ক্লাস সিক্সে। বাবা-মায়েরও কষ্ট নেই। আমার বেতন আর ছোটবোনের টিউশনির টাকায় ভালোই আছি। সবচেয়ে বড় কথা কি জানেন?
এই কারখানায় এতো মানুষের মাঝে আমিই “সেরা অপারেটর” এর পদক পেয়েছি এই বছর। এইখানে কেউ আমাকে মেয়ে হিসেবে দেখেনা, মানুষ হিসেবে দেখে। এই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এখন পর্যন্ত।”
– একটি তৈরি পোশাক কারখানার “সেরা অপারেটর” খেতাবপ্রাপ্ত অপারেটর।
সম্পাদনা/ এমএ