আলমগীর হোসেন রিপন->>>
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের লালপোলে ফ্লাইওভার নির্মাণ সোনাগাজীবাসীর প্রাণের দাবীতে রূপান্তরিত হয়েছে। ঢাকা রাজধানী ও চট্টগ্রাম বন্দর নগরীর মাঝামাঝি স্থানে হওয়ায় ফেনী জেলা অনেক গুরুত্ববহন করে। কিছুদিন পূর্বে উদ্বোধন হওয়া মহিপাল ফ্লাইওভারের কারনে চতুর্মূখী যানজট অনেকাংশে কমে যায়। যার ফলে লালপুলে যেমন বাড়ছে যানজট ঠিক তেমনিভাবে সোনাগাজী থেকে ফেনী ও ফেনী হতে সোনাগাজী অঞ্চলের দিকে চলাচলে ঝুঁকিও বেড়েছে প্রবল আকারে।
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চার লেইনে উন্নতি হওয়ার পর যানবাহনের সংখ্যা ও দ্রুতগামী হয়। যার ফলে সোনাগাজী হতে ফেনী ক্রসওভারে প্রায় প্রতিদিনই প্রাণহানির মত ঘটনা ঘটতে থাকে।
সোনাগাজীতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল গুলোর বিভিন্ন সভা-সেমিনার থেকে লালপোলে ফ্লাইওভার নির্মানের দাবি জানানো হয়।
বর্তমান সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী যুবলীগের সোনাগাজী উপজেলা কাউন্সিলে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ সদর আসনের সংসদসদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি স্থানীয় নেতাদের দাবীর প্রেক্ষিতে বলেন, লালপোলে ক্রসিং এর সময় দূর্ঘটনা না হওয়া অস্বাভাবিক, দূর্ঘটনা হওয়াটাই স্বাভাবিক। তাই তিনি ঐ সম্মেলনে ফ্লাইওভার অথবা ওভারব্রীজ নিয়ে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর সাথে যোগাযোগ করে দ্রুত এ দাবী পূরণের আশ্বাস দেন।
পরবর্তীতে সোনাগাজী পৌরসভার বাজেট ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি এব্যাপারে সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে যোগাযোগ করেছেন বলেন।
এভাবে প্রতিটি সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে লালপোলে ফ্লাইওভার নির্মাণ নিয়ে আলোচনা হয়। এটি সোনাগাজীবাসীর প্রাণের দাবীতে রূপান্তরিত হয়।
লালপোলে ফ্লাইওভার নিয়ে জনসাধারণের সাথে একযোগে স্লোগান তুলে ও এই দাবীতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড়এম কামরুল আনাম, সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন দ্রুত বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের দৃষ্টির আহবান জানায়।
সোনাগাজী উপজেলা ও ফেনী সদর উপজেলার ধলিয়া সহ অত্র এলাকার প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ লালপুল এলাকা দিয়ে চলাচল করতে হয়। সোনাপুর- কোম্পানীগঞ্জ- সোনাগাজী- জোরারগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বাস্তবায়নের সাথে সাথে লালপোল এলাকাটি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
লালপোলে ফ্লাইওভার নিয়ে সোনাগাজীতে ব্যাপক আলোচনা হচ্ছে। সড়ক ও সেতুমন্ত্রী আমাদের পার্শ্ববর্তী এলাকার হওয়ায় এই দাবীটি দ্রুত বাস্তবায়নের আশা করছে সবাই।
সোনাগাজী উপজেলার যুব, ক্রীড়া ও সামাজিক সংগঠন সোনাগাজী ডেভেলপমেন্ট ফোরাম এসডিএফ সভাপতি রফিকুল ইসলাম চোখধন জানায়, সোনাগাজীবাসির প্রাণের দাবি লালপোলে ফ্লাইওভার অথবা ওভারব্রীজ নির্মাণ করা। ইতিমধ্যে সোনাগাজীর প্রভাবশালী নেতারা এই দাবি পূরণে বিভিন্ন অনুষ্ঠানে উত্থাপন করেন। দাবী আদায়ে আমাদের সংগঠনের ব্যানারে সর্বস্তরের জনসাধারণকে নিয়ে সোনাগাজী জিরো পয়েন্টে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছি।
ফেনী জেলার সোনাগাজী উপজেলা হচ্ছে একটি সম্ভবনাময় এলাকা। এই সম্ভবনাময় এলাকাকে সরাসরি জেলা শহরের সাথে সংযোগের জন্য দায়িত্বশীল ব্যক্তিদের নিকট আহবান জানাচ্ছি। লালপুলে অকালে ঝরে যাওয়া প্রাণ গুলোর আত্মার মাগফিরাত কামনা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি সোনাগাজীবাসির প্রাণের দাবি লালপোলে ফ্লাইওভার নির্মাণে দ্রুত পদক্ষেপ কামনা করছি।
,
,
,
প্রচার সম্পাদক
সোনাগাজী ডেভেলপমেন্ট ফোরাম