শেষ বিকেলের সাজানো স্মৃতিঃ
জাহিদুল জামি, জার্মানী
ঘুম আসেনি আমার চোখে
জেগে আছি শুধু আমি
পৃথিবী ঘুমিয়ে গেছে
খোলা জানালায়, রাতের তারায়
বন্ধু, তোমায় খুঁজি আমি
মনে পড়ে, রাতের নীরবতায়
আধো আলো জ্যোস্নায়,
টুপ টাপ বৃষ্টি, অনুভব মিষ্টি
তুমি ছোঁয়ালে আমার হৃদয়
আকাশের নিরবতা,আমার বিষন্নতা
তোমার অবুঝ কান্না,
পুড়ে তৃষ্ণার মরুভূমি
আলোয় ভরা আকাশ মেঘ
বহুদূর ভেসে যায়
শেষ বিকেলের সাজানো স্মৃতি
বাজে শুধু বেদনায়
সেই চলে যাওয়া,তোমায় না পাওয়া
ভালবাসা গুলো কোথাও দিতে
অনেক ব্যস্ত তুমি।
ছবির ক্যাপশন: পর্তুগালের প্রবাসী বন্ধু সাংবাদিক জহুরুল হক।