প্রশান্ত সুভাষ চন্দ :
চতুর্থ ধাপের আসন্ন উপজেলা নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। আজ সকাল ১১টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তাঁর মনোনয়ন পত্র জমা দেয়া হয়।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে মিজানুর রহমান বাদল বর্তমানে ঢাকায় অবস্থান করায় তাঁর পক্ষে মনোনয়ন পত্র জমা করেন চরফকিরা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাচ্চু।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নোয়াখালী শহর আ’লীগের প্রচার সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী উজ্জল ও রহিম উল্যাহ চৌধুরী বিদ্যুত।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা রবিউল আলম, মিজানুর রহমান বাদলের মনোনয়ন পত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন।