আওয়ামীলীগ কর্মী আলী হত্যার বিচারের দাবিতে শাহজাহান খান’র বাসা ঘেরাও

নিউজ ডেস্কঃ

মাদারীপুরে আওয়ামী লীগ কর্মী সাহেব আলী মাতুব্বর (৫৮) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার (০১ মার্চ) সকালে সদর উপজেলার কালিকাপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের বাসভবন ঘেরাও করেন তারা।

পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। খবর পেয়ে জেলার পুলিশ সুপার সুব্রত কুমার হালদার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের আশ্বাস দিলে প্রায় দুইঘণ্টা পরে অবস্থান ত্যাগ করেন তারা। এ সময় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ছোটভাই অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান উপস্থিত থেকে আইনগত সহযোগিতার আশ্বাস দেন।

আধিপত্য নিয়ে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান এজাজুর রহমান আকনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ কর্মী সাহেব আলী মাতুব্বরের বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে কালিকাপুর বাজারে একা পেয়ে এজাজ আকনের লোকজন মাতুব্বরের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

 

পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ৭ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এদের মধ্যে শাহেবালী মাতুব্বরকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় শুক্রবার সকালে শাহেবালী মাতুব্বরের স্ত্রী আলেয়া বেগম বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান এজাজুর রহমান আকনকে প্রধান আসামিসহ ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *