সিংগাইরে নদীতে ডুবন্ত স্ত্রীকে উদ্ধার চেষ্টায় ডুবে মারা গেল স্বামী

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেলেন স্বামী। আসিফ ইকবাল টিটুর। শুক্রবার (৮ অক্টোবর ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামপুর সেতুর নিচে ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে ।

 

 

নিহত ওই ব‍্যাক্তি ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে মো.আসিফ ইকবাল টিটুর (৩৮) । সে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের হাজী আঃ করিমের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, ধলেশ্বরী নদীতে শুক্রবার সাড়ে ৩টার দিকে আসিফ ইকবাল টিটুর স্ত্রী শাম্মী আক্তার টুনি(৩১) উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর সেতুর নিচে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন।

 

 

এসময় টিটু নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ তার স্ত্রী শাম্মী আক্তার টুনি পানিতে ডুবে যাচ্ছে দেখে টিটু তাকে উদ্ধার করতে পানিতে ঝাপিয়ে পড়ে। পরে স্ত্রী উদ্ধার হলেও স্বামী পানিতে ডুবে নিখোঁজ হয়।

 

স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। একপর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সিংগাইর থানা পুলিশের সহায়তায় প্রায় ২ ঘন্টা খোঁজাখুজি করে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *