ফেনী প্রতিনিধি :৪ মার্চ’১৭ শনিবার ফেনীস্থ “সালাম কমিউনিটি সেন্টারে” সকাল ১১টায় ফেনী জেলা জাতীয় পার্টির এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির আহবায়ক, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের তথ্য উপদেষ্টা রিন্টু আনোয়ার-এর সভাপতিত্বে এতে ফেনী জেলা জাতীয় পার্টির সকল ইউনিয়ন, পৌরসভা,উপজেলা ও জেলা নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
সভায় বিশেষ করে আগামী ২২ মার্চ”১৭ বুধবার ফেনীর শহীদ জহির রায়হান হল মাঠে প্রধান অতিথি হিসাবে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ, বিশেষ অতিথি হিসাবে যথাক্রমে পার্টির কো- চেয়ারম্যান জি,এম কাদের, মহাসচিব এ,বি,এম রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের অংশগ্রহনে ফেনী জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠান আয়োজন এবং আগামী একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে তৃনমূল থেকে জাতীয় পার্টির দলীয় প্রার্থী নির্দারনের সিন্ধান্ত গৃহিত হয়।
জেলার সদস্য সচিব খন্দকার নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় আরো বক্তব্য রাখেন- কুতুবউদ্দিন হায়দার, আবু তাহের মিয়াজি, মজিবুর রহমান বাবুল, মীর ইউসুফ, আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ মিয়া,আবু সুফিয়ান, এ্যড. রবিউল হক রবি, আলমগীর কবীর ভূঁইয়া, মশিউর রহমান হেলালসহ ফেনী জেলা জাতীয় পার্টির সকল ইউনিয়ন, পৌরসভা, উপজেলা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।