ফেনী প্রতিনিধিঃ
সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরাম এর উদ্যোগে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের স্মরণ সভা ১৬ ফেব্রুয়ারী বিকেল ৩টায়, সোনাগাজী জিরো পয়েন্টস্থ ভোরের কাগজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরাম সভাপতি গাজী মোঃ হানিফের সভাপতিত্বে কবি আল মাহমুদের জীবনী ও সৃষ্টিকর্মের উপরে আলোচনা, কবিতাপাঠ ও আবৃত্তি করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- সোনাগাজী প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাংবাদিক সৈয়দ মনির আহমেদ।
বিশেষ আলোচক ছিলেন- বাংলাদেশ সাহিত্য পরিবারের সংগঠক কবি মহিউদ্দিন খোকন।
এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন- কবি ও নাট্য অভিনেতা এমদাদুল হক সুজন, কবি ও আবৃত্তি শিল্পী মোঃ ইকবাল হোসাইন, নজরুল সঙ্গীত শিল্পী আবদুস শুক্কুর মিলন প্রমুখ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সাহিত্য ফোরাম সভাপতি কবি গাজী মোঃ হানিফ বলেন- কবি আল মাহমুদের মৃত্যুতে বাংলা সাহিত্যের অপুরণীয় ক্ষতি হয়ে গেলো, তিনি কবি আল মাহমুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও কবির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।