সোনাগাজী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহি এম. হাশিম লন্ডনী ফাউন্ডেশনের উদ্যোগে লন্ডনী পাড়ার যুগপুর্তি পালিত হয়েছে। বুধবার বিকেলে নাছির লন্ডনী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ জামান ।
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা আশরাফ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, নির্বাহী অফিসার সোহেল পারভেজ, সহকারি কমিশনার নাছরিন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার , পৌর আ.লীগ সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী, ইনটেক প্রপার্টিজ লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক এম. ফখরুদ্দিন , ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন পিপিএম প্রমূখ।
আলোচনা শেষে বইয়ের মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ।