ফাগুনে
———
ফরিদা আখ্তার মায়া
প্রকৃতি আজ নতুন সাজে
রং লেগেছে মনে
ফাগুনে এই প্রভাত বেলা
মধুর সমীরণে।
মরা গাঙ্গে বান ডেকেছে
খেলছে হোলি খেলা
কুজন ডাকা গাছের ডালে
বসেছে ফুলের মেলা।
ঘুম ভাঙ্গিতে কুুহু সুরে
গাইছে কোকিল গান
মাতাল হাওয়া এলো চুলে
উদাস মনো প্রাণ।
মনো বীনায় তার নামেতে
বাজে বাঁশির সুর
দূর নীলিমায় উতলা মন
হারায় বহুদূর।