মোশারফ হোসেন , রামগড়,খাগড়াছড়ি : খাগড়াছড়ি রামগড়ে ২ নভেম্বর অনুষ্ঠিতব্য রামগড় পৌরসভা সাধারন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মোঃ রফিকুল আলম কামাল মনোনয়ন পত্র দাখিল করেছে।
রবিবার (১০ অক্টোবর ) দুপুর ১২ টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।২৯শে সেপ্টেম্বর ৭ম ধাপে নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্র জমা দেয়ার শেষ তারিখ ৯ অক্টোবর ছিলো।
পরবর্তীতে একদিন বাড়িয়ে তা ১০ অক্টোবর করা হয়।মনোনয়ন পত্র বাছাই আগামী ১১ অক্টোবর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর ও ভোট গ্রহন ২রা নভেম্বর অনুষ্ঠিত হবে।
মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক চন্দন কুমার দে, রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা একেএম আলীম উল্লাহ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো.আব্দুল কাদের সহ জেলা ও উপজেলার নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৭ম ধাপে অনুষ্ঠিত দেশের ১০টি পৌরসভা নির্বাচনে সব গুলোতে ইলেকট্রনিক (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।