তোমাকে চাই
——————–
কাওসার আহমেদ
আমার হৃদপিণ্ডের প্রতিটি খন্ডে খন্ডে,
বয়ে গেছে শত সহস্র ক্ষত।
বিরহ বেদনায় রক্তপ্রবাহের পেশি গুলো,
হয়ে গেছে বিষাক্ত।
বির্বণ যাতনায় বিদীর্ণ মলিন মুখটি,
বিষাদের ভীষণ্ণ ঝং।
রক্ত কণিকায় ময়লাটে ঝংকার,
কেড়ে নিয়েছে রক্তের রঙ।
রক্তাক্ত জখমে ক্ষত বিক্ষত দেহের প্রতিটি,
স্পন্দনে স্পর্শ করে ভীড়।
অন্তপুরের হাড় মাংসের যন্ত্রণায় যে,
ভেঙ্গে গেছে তীর।
কি যে করি, কোথাই যাই,
কোন শহরে হারাই।
রক্ত প্রবাহে স্লোগান উঠেছে,
তোমাকে, তোমাকে চাই।