সোনাগাজীতে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, গান ও সাহিত্য আড্ডা | বাংলারদর্পণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনী সোনাগাজীতে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, গান ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরামের আয়োজনে শুক্রবার বিকালে দৈনিক ভোরের কাগজ কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সাহিত্য আড্ডার উদ্বোধন করেন ফেনী প্রেসক্লাবের নির্বাহী সদস্য সৈয়দ মনির আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মানবাধিকার সম্মিলনের চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু।
ফোরামের সভাপতি গাজী মো. হানিফের সভাপতিত্বে ও সহ সভাপতি কবি মহি উদ্দিন খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নজরুল একাডেমি সোনাগাজী শাখার সভাপতি নুরুল আমিন পলাশ, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির, সোনাগাজী প্রেসক্লাব সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আফতাব হোসেন মমিন ভুঞা,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র সাবেক সভাপতি আবদুল হালিম, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উল্লাহ, উপজেলা প্রতিবন্ধি কল্যান সমিতির সভাপতি মোসলেহ উদ্দিন বাহাদুর ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন, কবি এমদাদুল হক সুজন, কবি শেখ ফরিদ রিপন, নজরুল সঙ্গীত শিল্পি আবদুস শুক্কুর মিলন, কবি বেলায়েত হোসেন ভুঞা, কবি নাজিম উদ্দিন প্রমূখ। সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি মহি উদ্দিন খোকনকে উপজেলা সাহিত্য ফোরামের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়।
Related News

কুসিক নির্বাচন: আওয়ামী লীগ মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের মনোনয়নRead More

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক
নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। আটককৃত মো.রবিন উপজেলারRead More