সোনাগাজী প্রতিনিধি :
বড় ফেনী নদীর সোনাগাজী চর এলান ও চর নারায়ন অংশে দীর্ঘদিন যাবৎ অবৈধ উপায়ে বালু উত্তোলন করছে চট্রগ্রাম মীরসরাই উপজেলার ৬নং ইছাখালি ইউপি চেয়ারম্যান নরুল মোস্তফা সহ একদল বালু দস্যু ।
খবর পেয়ে রবিবার দুপুরে সরজমিনে হাজির হন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সোহেল পারভেজ।
এসময় অবৈধ ভাবে সোনাগাজী অঞ্চলে নদী হতে বালু উত্তোলনের দায়ে ইছাখালি এন্টার প্রাইজের সত্তাধিকারি স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফাকে তাৎক্ষনিক এক লক্ষ টাকা জরিমানা করে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেন । তিনি জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে অন্যান্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।