চট্টগ্রামে  জাটকা ইলিশ জব্দ : ১ জনকে ৫হাজার টাকা জরিমানা | বাংলারদর্পন 

চট্টগ্রাম ব্যুরো :

 

র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কিছু অসাধু ব্যবসায়ী ‘এফভি সীমান্ত – ১’ ফিশিং ভেসেলের মাধ্যমে সমুদ্র হতে জাটকা ইলিশ ধরে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন সদর ঘাটে মজুদ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৯ এপ্রিল সকাল ০৯ ঘটিকায় লেঃ কমান্ডার আশেকুর রহমান, (এক্স), বিএন এর নেতৃত্বে (বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট চট্টগ্রাম  রমিজ হাসান এবং চট্টগ্রাম জেলা জরিপ কর্মকর্তা, জেলা মৎস্য দপ্তর, মো. আবুল কালাম আজাদ এর সহায়তায়) র‌্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬,০০০ কেজি (০৬ টন) জাটকা ইলিশ জব্দ করে এবং ‘মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সনের ৪ ধারা মোতাবেক আসামী মোঃ মেহেদী হাসান (৩০), পিতা- মাহবুবুর রহমান, বর্তমান ঠিকানা- কর্ণফুলী সদর ঘাট, এফভি সীমান্ত – ১, চট্টগ্রাম’কে ৫,০০০ টাকা জরিমানা করা হয় (মামলা নং-৩৯/১৮, তারিখ- ০৯/০৪/২০১৮ ইং)। উদ্ধারকৃত জাটকা ইলিশের আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।

 

উদ্ধারকৃত জাটকা ইলিশ জেলা প্রশাসনের তত্তাবধানে বিভিন্ন এতিম খানা, মাদ্রাসায় বিতরণ করা হয়েছে এবং আদায়কৃত জরিমানার অর্থ সরকারী কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *