মোঃ আলাউদ্দীন, চট্টগ্রাম ব্যুরো :
৩০জানুয়ারী বিকাল ০৩ ঘটিকায় চট্টগ্রাম সমিতি ওমান’র প্রতিনিধি দলের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান পিপিএম প্রবাসীদের সাথে পুলিশের সম্পর্ক বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি সমাপনী বক্তব্যে কমিশনার বলেন প্রবাসীরা দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে এমনকি দেশের বিভন্ন ক্রান্তিকালে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এর মাধ্যমে দেশের অর্থনীতি সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই প্রবাসীদের প্রবাস যাওয়ার কালে কিংবা প্রবাস থেকে ফিরে আসার পর যাতে কোন প্রকার হয়রানীর শিকার না হয় সেদিক থেকে পুলিশ সচেষ্ট ভূমিকা পালন করবে বলে পুলিশ কমিশনার আশ্বাস দেন। এছাড়াও তিনি বলেন প্রবাসীদের হয়রানী ঠেকানোর উদ্দেশ্যে একটি হট লাইন তৈরী করা হবে এবং বিমান বন্দর থেকে শহরগামী প্রবাসীদের সঠিক তথ্য ছাড়া তল্লাশির নামে হয়রানী না করার নির্দেশ দেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ আব্দুল ওয়ারীশ, স্টাফ অফিসার সহকারী পুলিশ কমিশনার মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম সমিতি ওমান’র সভাপতি ও এনআরবি-সিআইপি এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, উপদেষ্টা এম শাহজাহান মিয়া সআইপি, প্রকৌশলী কেবিএম আবু তাহের চৌধুরী ও হাফেজ ইদ্রিস সিআইপি, সহ-সভাপতি প্রকৌশলী আশরাফুর রহমান সিআইপি, যুগ্ম-সম্পাদক শাহাজাহান চৌধুরী শাবু, সহ-প্রচার সম্পাদক বাবুল চৌধুরী, সহ-আপ্যায়ন সম্পাদক আজিজ মোহাম্মদ, সদস্য মহিম উদ্দিন খান, স্থপতি ইফতেখার মেহেদি।
এছাড়াও এনআরবি-সিআইপি এসোসিয়েশনের সহ-সভাপতি দুবাই প্রবাসী মোঃ সেলিম সিআইপি, সুইজারল্যান্ড প্রবাসী নুরুল আজিম এবং চট্টগ্রামের জেষ্ঠ্য সাংবাদিক এজাজ মাহমুদসহ নিরাপত্তা ডিউটি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।