সোনাগাজী প্রতিনিধি >>>ফেনীর সোনাগাজীতে আছমা আক্তার (১৯) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সুজা উদ্দিন চেয়ারম্যান বাড়িতে রোবরার রাতে এ ঘটনা ঘটে। সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ূন কবির জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যার ঘটনায় আছমা আক্তারের মা গিন্নী বাদী হয়ে স্বামী বোরহান উদ্দিন আহমেদকে (৩৫) প্রধান অাসামী করে মামলা রুজু করেছে। ওই রাতে বোরহানকে গ্রেফতার করা হয়েছে। ওসি অারো জানায়, বুধবার সকালে ফেনী বিজ্ঞ অাদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানিয়েছে, বোরহান উদ্দিন আহমেদ সাবেক ছাত্রশিবির নেতা ও নাবাবপুর ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান সুজা উদ্দিনের ছোট ছেলে। ৪বছর পুর্বে তার সঙ্গে একই ইউনিয়নের ফতেহপুর গ্রামের কাতার প্রবাসী রফিকুল ইসলামের মেয়ে আছমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে ছয় মাস বয়সী একটি মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জের ধরে রোববার সন্ধ্যায় স্বামী বোরহান উদ্দিন ও ভাসুর মেজবাহ উদ্দিন রাজু মিলে আছমাকে পিটিয়ে এবং শ্বাসরোধে হত্যা করে।