সোনাগাজী(ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার বাখরিয়ায় এলাকার জেএসসি ও সমাপনি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে জনকল্যান সোসাইটি।
শুক্রবার সকাল ১০টায় সোসাইটি প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান আলোচক ছিলেন সোনাগাজী প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সৈয়দ মনির আহমদ। তিনি বলেন , অপেক্ষাকৃত অনুন্নত ও শিক্ষায় পিছিয়ে থাকা বাখরিয়া গ্রামের উন্নয়নে জনপ্রতিনিধি, সমাজসেবক , প্রবাসী, সুশীল সমাজের লোকজনসহ সকল পর্যায়ের সার্বিক সহযোগিতা প্রয়োজন। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে দ্রুত এগিয়ে যাবে অবহেলিত এ গ্রাম।
বক্তব্য রাখেন জনকল্যাণ সোসাইটির প্রধান উপদেষ্টা ও পৌর যুবলীগ সভাপতি নাছির উদ্দিন অপু।
ক্লাবের উপদেষ্টা ও চর ছান্দিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান আকবর হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন , পৌর যুবলীগ সভাপতি নাছির উদ্দিন অপু, দাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালেেয়র প্রধান শিক্ষক আতাউল্লাহ, খতিব রেদওয়ান মক্কি, সমাজসেবক হেদায়েত উল্লাহ , ওবায়েদ উল্লাহ, মেহেদি হাসান হৃদয় ,মোহাম্মদ শাকিল , মো: তাজুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, এ সোসাইটির মাধ্যমে অত্র অঞ্চলের সার্বিক উন্নয়নের উদ্যোগ নেয়া হবে।
অনুষ্ঠানে বাখরিয়ায় এলাকার জেএসসি ও সমাপনি পরীক্ষায় উর্ত্তীর্ন শতাধিক
শিক্ষার্থীদের ক্রেষ্ট ও এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
করেন অতিথি বৃন্দ। । অনুষ্ঠান শেষে জনকল্যান সোসাইটির ২০১৯সালের
ক্যালেন্ডারের মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ।