ভাইস-চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশি দাগনভুঞা যুব মহিলালীগের জনপ্রিয় নেত্রী রোখসানা ছিদ্দিকী

ফেনী প্রতিনিধিঃ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীর দাগনভুঞা উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নেতা-কর্মী ও রাজনীতিক গুরুত্বপূর্ণ মহল ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সহ জনপ্রিয়তায়  তুঙ্গে রয়েছেন উপজেলা   যুব মহিলালীগ সভাপতি ও দৈনিক সমসাময়িক প্রতিদিন, সাপ্তাহিক ফেনীর সমসাময়িক পত্রিকার  সম্পাদক ও প্রকাশক রোখসানা ছিদ্দিকী।

 

আবার স্বদলীয় মনোনয়ন পেতেও অনেক প্রার্থী ইতিমধ্যে মরিয়া হয়ে উঠেছে।

 

এ  উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান  ক্ষমতাসীন দলের হলেও সাংগঠনিক কর্মযজ্ঞে অনিহা, নেতাকর্মীদের সহিত দুরত্বের সহ  শিক্ষা, সাংগঠনিক ভিত্তি, দলের প্রয়োজনে পরিশ্রমি, যোগ্যতাকে প্রধান্য নিয়ে ত্যাগী দের প্রধান্য দেওয়া হবে বলে সুত্রে জানা গেছে।

 

এ বিবেচনায় দাগনভুঞা উপজেলায় দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণের আলোচনায়  সব চেয়ে এগিয়ে আছে দাগনভুঞা উপজেলা যুব মহিলালীগ সভাপতি সাংবাদিক রোখসানা ছিদ্দিকী।

 

উপজেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক মেম্বার  নাজমা আক্তার  জানান  রোখসানা ছিদ্দিকী তাকে সহ শতশত নেত্রীকে তুলে এনেছেন। তিনি বলেন,রোখসানা আপা সম্বন্ধে বেশী কিছু বলার দরকার হবেনা, আপার নেতৃত্বে উপজেলা সম্মেলনের পরে উপজেলা যুব মহিলালীগের নেতাকর্মিরা দেখা করতে ঘাটলায় গেলে ফেনীবাসীর নেতা জনাব নিজাম উদ্দিন হাজারী এমপি বলেছিলেন “”যে দিকে যাই শুধু দাগনভুঞা উপজেলা যুব মহিলালীগ আর রোখসানা ছিদ্দিকীর সুনাম ই শুনি””।

 

স্হানীয় ভাবে জানা গেছে দাগনভুঞাতে নারী জাগরণের অগ্রদূত রোখসানা ছিদ্দিকী যুব মহিলালীগের দায়ীত্বে আসার পূর্বে  ক্ষমতাসীন দলতো নয়ই কোন দলের হয়েই মহিলাদের সভা সমাবেশ বা দলীয় প্রোগ্রামে দেখা যেত না বললেই চলে।

 

সাংগঠনিক ইউনিট গুলোতে মহিলাদের জন্য সংরক্ষিত পদগুলো তে মহিলা পাওয়া দুঃস্কর হয়ে পড়তো।

 

সে অবস্হা হতে  সাংবাদিক রোখসানা ছিদ্দিকী’র নেতৃত্বদান ও সাংগঠনিক কর্মকান্ডের ফলে এখন স্হানীয় আওয়ামীলীগের  যে কোন সভা সমাবেশ সহ কর্মসূচী গুলোতে হাজার হাজার মহিলার  সত্যিই প্রশংসনীয় উপস্থিত লক্ষণীয়।

 

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবীর রতনকে সংবর্ধনার মাধ্যমে প্রধান অতিথি নিজাম উদ্দিন হাজারী এমপির উপস্থিতিতে জেলার প্রথম ও সর্ব বৃহৎ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছিলো  দাগনভুঞা আতার্তুক উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার মহিলার অংশ গ্রহনে।আর এ মহিলাদের সংগঠিত করার নায়ক ছিলো উপজেলা যুব মহিলালীগ সভাপতি সাংবাদিক রোখসানা ছিদ্দিকী।

 

স্হানীয় এক ছাত্রনেতা জানান,দাগনভুঞাতে  উপজেলা যুব মহিলালীগের সম্মেলনে মিজান মিলনায়তনে স্থান সংকুলান না হওয়ায় বিদ্যালয়ের মাঠেও  আগত শতশত মহিলাদের দাড়িয়ে থাকতে দেখা গেছে।

 

বিএনপি জামাতের জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে জেলা, উপজেলায় এ নেত্রীর নেতৃত্বে শত শত নারীর মানববন্ধন সতর্ক পাহারা সর্ব মহলে প্রশংসা কুডিয়েছে।

 

দাম্পত্য জীবনে তিন পূত্র সন্তানের জননী রোখসানা ছিদ্দিকী নিজের সম্পাদিত ও প্রকাশিত সমসাময়িক প্রতিদিন ও সাপ্তাহিক ফেনীর সমসাময়িক পত্রিকা দু,টির মাধ্যমে প্রতিনিয়ত আওয়ামীলীগ ও স্বাধীনতা স্বপক্ষ হয়ে বিপক্ষীয় জামাত বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই ছালিয়ে যাচ্ছেন।

 

সপ্তম শ্রেনী হতে ছাত্রলীগের দায়ীত্ব পালন করে আসা সাংবাদিক রোখসানা ছিদ্দিকী একজন মুক্তিযোদ্ধার সন্তান।

 

পরশুরামের চিতলিয়াতে জন্ম নেওয়া নেত্রীর পিতৃ ও মাতৃ পরিবারে পিতা, মামারা তিন জন মুক্তিযোদ্ধা, এবং শতভাগ আওয়ামী পরিবার।

 

২০০২ সালে বিবাহবন্ধনের মাধ্যমে স্হায়ী আবাস গড়েন দাগনভুঞার নুরুল্লাপুরে।স্বামী ছিদ্দিকুর রহমান ও ছাত্রজীবন থেকে একজন   পোড় খাওয়া সংগঠক।

 

পরীক্ষিত এ নেত্রী সম্পর্কে বলতে গিয়ে দাগনভুঞাস্থ   জেলা যুবলীগের একনেতা  বলেন “রোখসানা অনেকটা যাদু দেখিয়েছে। এমন কিছু নেতৃত্ব সে তুলে এনেছে যা সত্যিই প্রশংসনীয়। এবং রোখসানা কে দায়ীত্ব দেওয়ার পরেই  উপজেলায় মহিলাদের সাংগঠনিক অংশ গ্রহন চোখে পড়ার মত।

 

উপজেলা আওয়ামীলীগের ঐক্যের প্রতিক খ্যাত একনেতা,  মহিলাদের মাঝে অনেক ভালো কাজ করেছে জানিয়ে বলেন, আসলে চায়ওনি, মেয়েটারে কোন চেয়ার দেওয়া যায়নি। এবার দেখা যাক।

 

উপজেলা আওয়ামীলীগের আরেক প্রভাবশালী নেতা বলেন, রোখসানা ছিদ্দিকী বাংলাদেশে একমাত্র মহিলা যে দুটি পত্রিকার মালিক ও সম্পাদক।তাঁর সাংগঠনিক ত্যাগ শ্রম ও যোগ্যতাকে  উল্লেখ করার মত বটে।তিনি আরো বলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দলের স্বার্থে তাকে দরকার। 

 

ইউপি চেয়ারম্যান নুরনবী বলেন, উপজেলা যুব মহিলালীগের দায়ীত্বে আসার পর  প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়ীতে গিয়ে রোখসানা ছিদ্দিকী মহিলাদের কে সুসংগঠিত করেছে। দলে অবশ্যই তার মুল্যায়ন হবেই।

 

দাগনভুঞা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা জানান,  উপজেলা ভাইস চেয়ারম্যান  পদে  সাংবাদিক রোখসানা ছিদ্দিকীর কোন বিকল্প দেখছিনা।

তিনি বলেন -তার সাংগঠনিক পরিশ্রম ও প্রকাশনার বিকল্প কিছু উপজেলায় নেই।

তাঁকে চেয়ারে বসাতে পারলে সাংগঠনিক ভাবে সে যে নারী জাগরন তৈরী করেছে তা অকল্পনীয় ভাবে ব্যাপকতর ও সু-সংগঠিত হবে।

 

উপজেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা লিপি হক বলেন, আমরা যারা এখন ছাত্রলীগ করি তারা সবাইকে তো রোখসানা আপাই দলে নিয়ে এসেছে।এখনও হাইস্কুল ও কলেজগুলোতে ছাত্রীদের মাঝে তিনি নিয়মিত যোগাযোগ করে দলের কাজ করে যাচ্ছেন।

 

ব্যক্তিগত দিক থেকে রোখসানা ছিদ্দিকী একজন সাদা মনের মানুষ, তার রয়েছে শিক্ষার প্রতি অনুরাগ,অসহায়ের প্রতি প্রসারিত হস্ত,সিনিয়রদের প্রতি শ্রদ্ধা এবং জুনিয়র দের প্রতি স্নেহ ও ভালবাসা, ধর্মের প্রতি অকৃত্রিম বিশ্বাস, যার ফলে ধর্মের নিয়ম কানুন পালনে তিনি সদা তৎপর,দানশীলতায় তিনি সদা অকৃপন ও সিদ্ধহস্ত,কর্মের প্রতি স্বীয় মনোযোগে অবিরাম সচল তার দু-কদম,সব মিলিয়ে বলা চলে তার মত রাজনৈতিক নেতা বর্তমান সময়ে খুজে পাওয়া দায়।

 

সাম্প্রতিককালে দাগনভুঞা উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে উপজেলা ভাইস  চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন।

 

সাংবাদিক রোখসানা ছিদ্দিকীর  রাজনীতির শুরু হয় সপ্তম শ্রেনী হতে । তিনি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির দিয়ে রাজনীতি শুরু করেন।পরশুরামের ধনিকুন্ডা হোসনে আরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের কমিটিতে ছাত্রী বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।এরপরে

তিনি পরশুরাম সরকারী কলেজ ছাত্রলীগে ও একই পদে দায়িত্বরত হন।একই কলেজে ডিগ্রীতে পড়াকালীন সময়ে কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের দায়ীত্ব পালন করেন। ২০০১ সালে নির্বাচনীয় কেন্দ্রে নির্যাতিত রোখসানা ছিদ্দিকী পরবর্তীতে দাগনভুঞা উপজেলা যুব মহিলালীগের আহবায়ক নির্বাচিত হন।

 

বর্তমানে তিনি দাগনভুঞা উপজেলা যুব মহিলালীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন 

ছাড়াও  একটি দৈনিক,  একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে প্রকাশনা জগতে ও নিজের শক্ত অবস্হান তৈরী করে নিয়েছেন।

 

রাজনৈতিক জীবনে শুরু থেকে এ পর্যন্ত তিনি দলের নিবেদিত ও বিশ্বস্ত কর্মি হিসেবে সুচারু ভাবে নিজ দায়ীত্ব পালন করে  একজন সফল সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেন।

 

জেলার মাঝে একমাত্র দাগনভুঞাতে যে কোন সভা সমাবেশে এখন হাজার হাজার মহিলার উপস্হিতির নায়ক যে যুব মহিলালীগের দায়িত্বরত  রোখসানা  তা স্হানীয় ও জেলা পর্যায়ে অনেক নেতা স্বীকার করেন।

 

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন কিনা নেত্রী  জানতে চাইলে সাংবাদিক রোখসানা ছিদ্দিকী স্মিত হেঁসে প্রতিবেদকে জানান,  আমি নেত্রী না, একজন সাধারন কর্মি। আর দল ও দলের নেতৃবৃন্দ যখন কোন পদে আমাকে যোগ্য মনে করবেন তখন অবশ্যই ডাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *