ফেনী প্রতিনিধি : আগে বিদ্যুৎ পাওয়াটা ছিল মানুষের জন্য স্বপ্নের ব্যাপার। দিন-রাত ২৪ ঘন্টায় যে এলাকার মানুষের ভাগ্যে বিদ্যুৎ জুটতো মাত্র ৫-১০ ঘন্টা। বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সময়মত বিদ্যুতের লাইন মানুষ কাঙ্খিত বিদ্যুৎ সংযোগ পায়নি। ঘুষ দদিয়েও জোটেনি বিদ্যুতের লাইন সংযোগ। এখন মাত্র পাঁচ মিনিটে ঘরে বসেই আবেদনের সাথে সাথেই পাচ্ছে বৈদ্যুতিক লাইন সংযোগ। স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে আলোর ফেরিওয়ালা কার্যক্রমের মাধ্যমে মানুষের ঘরে ঘরে ভ্যানে করে পৌঁছে দেয়া হচ্ছে বিদ্যুতের মিটার। পল্লী বিদ্যুৎ দুয়ার মিটারিং (আলোর ফেরিওয়ালা) কার্যক্রম এর আওতায় ফেনী জেলায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি পল্লী বিদ্যুতের সংযোগ ও মিটার পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে ২০ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি-তে ০৮ (আট) টি অফিসের মাধ্যমে ৭৫ টি নতুন সংযোগ দেয়া হয়েছে এবং মোবাইল অভিযোগ কেন্দ্র সেবার মাধ্যমে ২৮টি বিভিন্ন অভিযোগ নিরসন করা হয়েছে।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান জানান, আলোর ফেরিওয়ালা কার্যক্রমটি চলমান থাকবে। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের আওতায় বালিগাঁও ইউনিয়নের চরহুজুরী, কুরুচিয়া, চান্দলা গ্রামে ০৫ জনকে বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়েছে। নগদ ৯৬৫/- টাকা জমা দিয়েই গ্রাহক তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ পেয়েছে।
যারা তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ পেয়েছেন তারা জানান ‘এত দ্রুত বিদ্যুৎ সংযোগ পাব কখনোই ভাবিনি’, এ কার্যক্রম প্রশংসার দাবিদার। এখন বিদ্যুত মানুষকে খুঁজতে হবেনা বিদ্যুতই মানুষদের খুঁজে খুঁজে ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিচ্ছে।